দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মুল্য সূচকের উর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৪৯৮ কোটি টাকা, যা প্রায় ৫০০ কোটি টাকার ঘর ছুই ছুই।
বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে ৪৯৮ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ২২ কোটি ৭৫ লাখ টাকা বেশি লেনদেন। মঙ্গলবার ডিএসইতে ৪৭৫ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
আজ ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৫৪টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির শেয়ার দর।
এদিকে প্রধান মূল্য সূচক ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৫৯৫ পয়েন্টে। শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১১১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৬২ পয়েন্টে।
বিবার্তা/জাকিয়া/যুথি