সপ্তাহজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি ৩ হলো- ডেলটা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও ইস্টার্ন হাইসিং লিমিটেড। ডিএসই ও কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
ডেলটা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন
ডেলটা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি ৩০ জুন, ২০১৬ সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে। এর মধ্যে ৩০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে। আলোচিত সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ৬ টাকা ৬৭ পয়সা। এ সময়ে শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য হয়েছে ৩১ টাকা ১০ পয়সা।
সিমটেক্স ইন্ডাস্ট্রিজ
সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি ৩০ জুন, ২০১৬ সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে। এর মধ্যে ২০ শতাংশ নগদ ও ২ শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে। আলোচিত সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৫৪ পয়সা। এ সময়ে শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য হয়েছে ২৩ টাকা ২৯ পয়সা।
ইস্টার্ন হাইসিং
ইস্টার্ন হাইসিং পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি ৩১ জুলাই, ২০১৬ সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে। আলোচিত সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ১৬ পয়সা। এ সময়ে শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য হয়েছে ৬৭ টাকা ৬৭ পয়সা।
বিবার্তা/জাকিয়া/যুথি