পবিত্র ঈদুল আযহা উপলক্ষে টানা ৯ দিন ছুটি শেষে ১৮ সেপ্টেম্বর, রবিবার থেকে পুঁজিবাজার খুলছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন চলবে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে গত ৯ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত পুঁজিবাজার বন্ধ রয়েছে। টানা ৯ দিন ছুটি শেষে ১৮ সেপ্টেম্বর থেকে আবার আগের নিয়মে পুঁজিবাজারে লেনদেন চলবে।
অর্থাৎ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) অফিস আগের সময় অনুযায়ী সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চলবে। আর শেয়ার লেনদেন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলবে।
বিবার্তা/জাকিয়া/যুথি