টানা ৯ দিন ঈদের ছুটি শেষে রবিবার খুলেছে পুঁজিবাজার। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) উভয় বাজারেই মূল্য সূচকের উত্থান-পতনে লেনদেন চলছে। আজ লেনদেনেও ধীরগতি রয়েছে। এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে ৬৬ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, রবিবার এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৬টি কোম্পানির। আর দর কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০টির।
এই সময়ে ডিএসইর প্রধান সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৬০৩ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১০৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৬৩ পয়েন্টে।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এই সময়ে সিএসইতে ৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের প্রথম ঘণ্টায় সিএসই সার্বিক সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ১৫৭ পয়েন্টে। সিএসইতে লেনদেন হয়েছে ১১৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৪০টির, কমেছে ৫২টির এবং অপরিবর্তিত রয়েছ ২১টির।
বিবার্তা/জাকিয়া/যুথি