দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনের পরিমাণও কমে গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ৫৫৫ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৫৮ কোটি ৯০ লাখ টাকা বা ১০ শতাংশ কম। আগের দিন ডিএসইতে ৬১৪ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
আজ ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২৯টির, কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির শেয়ার দর।
এদিকে প্রধান মূল্য সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৬৬৫ পয়েন্টে। শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১২০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৭১ পয়েন্টে।
বিবার্তা/জাকিয়া/যুথি