দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। তবে এদিন লেনদেনের পরিমাণ কমে গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে ৫৫২ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ২৩ কোটি ৬১ লাখ টাকা কম লেনদেন। আগের দিন ডিএসইতে ৫৭৬ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
আজ ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৭৫টির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির শেয়ার দর।
এদিকে প্রধান মূল্য সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৬৮৩ পয়েন্টে। শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১২২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৭১ পয়েন্টে।
বিবার্তা/জাকিয়া/যুথি