মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের পশ্চিম বিলেরপার জামে মসজিদে দানকৃত এক আপেলের দাম শেষমেশ ৪ হাজার ১৪৭ টাকায় নিলামে বিক্রি হয়েছে। রোববার পবিত্র শবেবরাতের রাতে উপস্থিত মুসল্লিদের মাঝে নিলামের মাধ্যমে সেই আপেলটি বিক্রি করা হয়।
পশ্চিম বিলের পার জামে মসজিদের পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক জয়নাল আবেদীন জানান, স্বাভাবিকভাবে সাপ্তাহিক জুমার নামাজের আগে মুসল্লিরা মসজিদ তহবিলে পণ্যসামগ্রী দান করেন। নামাজ শেষে নিলামে সে সব পণ্য বেশ চড়া দামে মুসল্লিদের মাঝ থেকে একজন কিনে নেন। সে টাকা মসজিদ তহবিলে জমা করা হয়।
এমনিভাবে শবেবরাতের রাতে একই গ্রামের মুসল্লি আলকাছ মিয়ার ছেলে আসুক মিয়া একটি আপেল মসজিদে দান করেন। এই আপেলটি নিলামে বিক্রির জন্য রাত দেড়টা থেকে উপস্থিত মুসল্লিরা নিলাম ডাকেন। শেষমেশ রাত ৩টায় ওই এলাকার আবদুল খালিকের ছেলে আক্তার হোসেন নিলামের সর্বোচ্চ ডাক শেষে এই আপেল গ্রহণ করেন। সর্বশেষ ডাক ওঠে ৪ হাজার ১৪৭ টাকা। নিলাম ডাক পরিচালনা করেন পশ্চিম বিলের পার জামে মসজিদের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবদুল কদ্দুছ।
বিবার্তা/এম হায়দার