কাচের তৈরি সেতু, ওয়াকওয়ে ইত্যাদি জনপ্রিয়তা পাওয়ার পর এবার চীনে প্রায়-স্বচ্ছ কাচের তৈরি পাবলিক টয়লেট চালু হয়েছে। এ টয়লেট ব্যবহারকারীদের বাইরে থেকে দেখা যাবে এবং টয়লেটের ভেতরে বসে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যও উপভোগ করা যাবে।
হুনান প্রদেশে শিয়ান লেক পর্যটনকেন্দ্রে গড়ে তোলা হয়েছে এই কাচের পাবলিক টয়লেট। এসব টয়লেটে যেখানে মেয়েদের ও পুরুষদের টয়লেট পাশাপাশি আছে, সেখানেও মাঝখানে ব্যবধান বলতে আছে হালকা-অস্বচ্ছ কাচের দেয়াল।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, খুব কম লোকই কাচের টয়লেট ব্যবহার করার সাহস দেখিয়েছেন।
তবে চীনে কাচের তৈরি টয়লেট এবারই প্রথম নয়। এর আগে হুনানেরই একটি বিশ্ববিদ্যালয়ে ছেলেদের হোস্টেলে এ ধরনের একটি আংশিক কাচের তৈরি টয়লেট চালু হয়।
এ নিয়ে অনলাইনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকে বলছেন, তারা কিছুতেই এমন টয়লেটে যেতে পারবেন না। আবার অনেকে জানান, যখন আপনার সত্যি টয়লেট দরকার, তখন আপনার পক্ষে অনেককিছুই মেনে নেয়া সম্ভব।
বিবার্তা/নিশি