যে গাছে পাখির চেয়ে ছাগল বেশি

যে গাছে পাখির চেয়ে ছাগল বেশি
প্রকাশ : ০১ অক্টোবর ২০১৬, ১৩:৩৬:৫০
যে গাছে পাখির চেয়ে ছাগল বেশি
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

‘ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না’ কিংবা ‘গল্পের গরু গাছে ওঠে’- বাংলায় এমন সব প্রবাদ রয়েছে। তবে এবার গাছে উঠেছে ছাগলের পাল। কি ভাবছেন? জেনে রাখুন কোনো ঠেলায় পড়ে নয়, এমনকি গল্পেও নয়; বাস্তবে প্রতিদিনই এমন অদ্ভুত দৃশ্য দেখতে পাবেন মরক্কোতে।

দক্ষিণ-পশ্চিম মরক্কোয় আরগান নামে এক রকম গাছ দেখতে পাওয়া যায়। গাছগুলো যত বড়ই হোক না কেন ছাগলের পাল হুড়মুড়িয়ে উঠে পড়ে তাতে। চার পায়ে ভারসাম্য রেখে এ ডাল থেকে ও ডালে অনায়াসে যেভাবে যায়, দেখে সত্যি অবাক হতে হয়। সারা গায়ে কাঁটাযুক্ত এই গাছের ফল রসালো ও সুস্বাদু। সেই ফলের লোভেই ছাগলেরা গাছে উঠে।

এক নজরে জেনে নিন ‘ছাগল গাছ’ নিয়ে আরো কিছু মজার তথ্য-


>> আরগান বা আরগানিয়া এক প্রকার গুল্ম জাতীয় গাছ। সাধাণত দক্ষিণ-পশ্চিম মরক্কোর সোয়াস ভ্যালিতে এই গাছ দেখা যায়। মরক্কো ছাড়াও পশ্চিম আলজেরিয়ায় এই ‘ছাগল গাছে’ দেখতে পাওয়া যায়।
যে গাছে পাখির চেয়ে ছাগল বেশি


 

>> এই গাছের ফল রসালো, সুস্বাদু এবং পুষ্টিকরও। দেখতে ডিম্বাকার এই ফল অবশ্য কিছুটা তেতো।

>> এখানকার স্থানীয় বাসিন্দারা আরাগান গাছের চাষ করে থাকেন। আরাগান ফলের বীজ থেকে পাওয়া তেল ত্বক পরিচর্যায় ব্যবহার হয়। বাণিজ্যিকভাবে আরগান তেল বিদেশে রফতানি করা হয়।
যে গাছে পাখির চেয়ে ছাগল বেশি


 

>> অনলাইনেও পেতে পারেন এই আরাগান অয়েল। ৫০ মিলিলিটার তেলের দাম ৪৮ ডলার।

>> আরগান তেল প্রস্তুতেও ছাগলের গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে। বীজসহ পাকা ফল খেয়ে ফেলে তারা। কিন্তু বীজগুলো হজম না হওয়ায় মলের সঙ্গে বেরিয়ে আসে। স্থানীয় বাসিন্দারা সেই বীজগুলো শুকিয়ে তেল বের করে।

বিবার্তা/নিশি

 

 

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com