আজকের রাশিফল

আজকের রাশিফল
প্রকাশ : ০২ অক্টোবর ২০১৬, ০০:২৭:৩৬
আজকের রাশিফল
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+
মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
আজকের দিনে দু’টি মনের মিলন ঘটার সম্ভাবনা। প্রেমযোগ শুভ। কর্মে বাধা। ব্যবসায় মিশ্রযোগ বর্তমান। ভ্রমণের যোগ শুভ। আর্থিক ক্ষতির সম্ভাবনা। শুভ দিক পশ্চিম।
 
শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬
 
 বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
কোনো একজনের প্রভাব আপনার মনে তীব্রভাবে পড়তে পারে। প্রেমযোগ শুভ। দাম্পত্য সমস্যার সমাধান হবে। কর্মে উন্নতির যোগ। ব্যবসাযোগ। আর্থিক উন্নতির যোগ আছে।
 
শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯
 
 মিথুন: (২২মে – ২১ জুন)
কোনো একজনের উপস্থিতি আপনার মনকে এক মুহূর্তে ভালো করে দেবে। ব্যবসায় মিশ্র ফল। প্রেম শুরুর সম্ভাবনা। শিক্ষা শুভ। প্রেমের সমস্যার সমাধান। দাম্পত্য শুভ। সন্তানকে নিয়ে চিন্তা। যাত্রা শুভ।
 
শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮
 
 কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
প্রেম হারিয়ে ফেলার ভয় আপনাকে কিছুটা চিন্তিত রাখবে। নতুন বন্ধুর সঙ্গে আলাপ হতে পারে। দাম্পত্যে সমস্যার যোগ। কর্মে উন্নতির যোগ আছে। শিক্ষাযোগ শুভ। শুভ দিক দক্ষিণ।
 
শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৭
 
 সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  
নিজেকে নিয়ে খুব বেশি মনযোগী হয়ে পড়তে পারেন। প্রেমে বন্ধুর সহযোগিতা লাভ। দাম্পত্য সুখ। ব্যবসায় নতুন সুযোগ। শিক্ষা শুভ। ভ্রমণের যোগ। যাত্রাযোগ শুভ।
 
শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ২
 
 কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
মনকে সামলাতে বেশ মুশকিল হবে। প্রেম নিয়ে মনে চঞ্চলতা বাড়তে পারে। দামি জিনিস খুঁজে পেতে সময় লাগবে। দাম্পত্যযোগ মিশ্র। নতুন ব্যবসা শুরুর দিন হিসেবে ভালো। শুভ দিক উত্তর।
 
শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯
 
 তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর)
গোপন শত্রুতায় প্রেমে সমস্যা আসবে। আত্মীয়ের মাধ্যমে ক্ষতির সম্ভাবনা। কর্মযোগ শুভ। বিদেশযাত্রায় বাধা। পথে আঘাতের যোগ। শুভ দিন পশ্চিম।
 
শুভ রং: সাদা,  শুভ সংখ্যা : ১
 
 বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
বন্ধুদের সাহায্যে প্রেম সমস্যার সমাধান হবে। সন্তানকে নিয়ে পরিবারে সমস্যা বাড়বে। শিক্ষায় বাধা আছে। কর্মে উন্নতির যোগ আছে। ব্যবসায়ে শুভ যোগ।
 
শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৮
 
 ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
কর্মক্ষেত্রে শত্রুতা আপনাকে বারবার সমস্যায় ফেলবে। আর্থিক ক্ষতির সম্ভাবনা। ব্যবসায় সমস্যা দেখা দিতে পারে। প্রেমে শুভ যোগ বর্তমান। দাম্পত্যযোগ মিশ্র। যাত্রাযোগে বাধা। শুভ দিক পশ্চিম।
 
শুভ রং : হলুদ, শুভ সংখ্যা :  ৪
 
 মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  
প্রেমে সাফল্য লাভ করতে বাধা আসবে। নতুন কাজের সন্ধান। পথে সাবধানতা দরকার। কর্মে উন্নতির যোগ। শিক্ষাযোগ শুভ। যাত্রাযোগে বাধা।
 
শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬
 
 কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  
 
বন্ধুর কাছ থেকে উপহার প্রাপ্তি। দাম্পত্য সমস্যার সমাধান করবে কোনো আত্মীয়। কর্মে উন্নতির যোগ। ব্যবসায় লাভ বাড়বে। যোগাযোগে সাফল্য পাবেন। যাত্রাযোগ শুভ। শুভ দিক দক্ষিণ।
 
শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৭
 
 মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
প্রেমে নতুন সম্ভাবনা আসতে পারে। দাম্পত্যযোগ শুভ। নতুন ব্যবসায় সাফল্য পাবেন। চাকরিতে উন্নতি। পরিবারের সঙ্গে বিনোদনের যোগ।
 
শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১
 
বিবার্তা/ইফতি
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com