আমেরিকানদের সম্পর্কে ২০টি দারুণ তথ্য

আমেরিকানদের সম্পর্কে ২০টি দারুণ তথ্য
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০১৬, ০৯:২৪:১২
আমেরিকানদের সম্পর্কে ২০টি দারুণ তথ্য
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+
আমেরিকানদের বিষয়ে সবাই আগ্রহের কমতি নেই। বিশ্বের ধনী ও ক্ষমতাশালী দেশের মানুষদের সম্পর্কে কে না জানতে চায়। এখানে জেনে নিন তাদের সম্পর্কে কিছু বিস্ময়কর তথ্য। এসব তথ্য পিউ রিসার্চ সেন্টার, গ্যালআপ পোলস এবং অন্যান্য সূত্র থেকে সংগ্রহ করা হয়েছে।
 
১. ৫১ শতাংশ আমেরিকান উচ্চ-মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত।
 
২. ৫১ শতাংশ আমেরিকান আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারেন না যে, বিগ ব্যাং এর মাধ্যমে এই মহাবিশ্বের সৃষ্টি।
 
৩. ৫২ শতাংশ আমেরিকান মনে করেন, তাদের একটি করে বন্দুক রাখা বড় অধিকার।
 
৪. ৫৩ শতাংশ আমেরিকান গাঁজাকে আইনগতভাবে বৈধ করে দেয়া উচিত বলে মনে করেন।
 
৫. ৫৪ শতাংশ আমেরিকান বিশ্বের মধ্যে নিজেদের দারুণ ক্ষমতাশালী বলে মনে করেন।
 
৬. ৫৫ শতাংশ আমেরিকান স্টক মার্কেটে বিনিয়োগ করেন।
আমেরিকানদের সম্পর্কে ২০টি দারুণ তথ্য
৭. বিশ্ব রাজনীতিতে ওবামা সঠিক সিদ্ধান্ত নেন বলেই বিশ্বাস করেন ৫৮ শতাংশ আমেরিকান।
 
৮. অনলাইন ডেটিংকে দারুণ মাধ্যম বলে মনে করেন ৫৯ শতাংশ আমেরিকান।
 
৯. সমকামী বিয়ের পক্ষে রয়েছে ৬০ শতাংশ আমেরিকান।
 
১০. ৬১ শতাংশ আমেরিকান গাড়ি চালাতে চালাতে মোবাইলে মেসেজ লিখেন।
 
১১. জন এফ কেনেডি হত্যার ঘটনায় বহু মানুষ জড়িত বলে মনে করেন ৬১ শতাংশ মানুষ।
 
১২. ৬৩ শতাংশ আমেরিকান মনে করেন, ধনীদের সম্পদের বড় একটি অংশ বহু দরিদ্রের মাঝে বিলিয়ে দেয়া যায়।
 
১৩. ৬৪ শতাংশ আমেরিকানের স্মার্টফোন রয়েছে।
 
১৪. ৬৪ শতাংশ বিশ্বাস করেন বৈশ্বিক উষ্ণতা জীবনযাপনে সমস্যা সৃষ্টি করবে না।
 
১৫. ৭০ শতাংশ আমেরিকান খ্রিস্টান। তবে সম্প্রতি এ সংখ্যা বেশ কমে এসেছে।
 
১৬. ৭৩ শতাংশ আমেরিকান জীবনে কমপক্ষে একজন মানুষের সঙ্গে থেকেছেন।
 
১৭. কিছু পরিস্থিতির বিচারে গর্ভপাত বৈধ বলে মনে করেন ৭৯ শতাংশ আমেরিকান।
 
১৮. ২৫ বছরের বেশি বয়সী ৮৬ শতাংশ আমেরিকান হাইস্কুল পাস করেছেন।
 
১৯. ৯৩ শতাংশ আমেরিকানের কংগ্রেসের ওপর আস্থা নেই।
 
২০. ৬৯ শতাংশ আমেরিকান মনে করেন, কেউ মরণঘাতী রোগে আক্রান্ত হলে তার শান্তিময় মৃত্যু বেছে নেয়ার অধিকার থাকা উচিত। সূত্র: বিজনেস ইনসাইডার।
 
বিবার্তা/জিয়া
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com