প্রাণিজগত নিয়ে মজার খবর

প্রাণিজগত নিয়ে মজার খবর
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০১৬, ০০:১০:২৫
প্রাণিজগত নিয়ে মজার খবর
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

• অক্টোপাসের চোখের মণি আয়তাকার আর পেঙ্গুইনের চোখের কর্ণিয়া সমতল। সমতল কর্ণিয়ার কারণে পেঙ্গুইন পানির নিচে পরিষ্কার দেখতে পায়।

• কবুতরের দৃষ্টিসীমার পরিধি প্রায় ৩৪০ ডিগ্রি।শুধু মাথার পেছনের দিকটা বাদে আর বাকি সব দিকেই কবুতরের দৃষ্টিসীমার অন্তর্গত।

• গড়পড়তা একেক্টি তিমির ওজন প্রায় ১৬০ টন, যা প্রায় ৩০টা হাতির ওজনের সমান।একটি বাচ্চা তিমি ঘণ্টায় প্রায় ২২ কিমি গতিতে সাঁতার কাটতে পারে।

• তেলাপোকার হৃদপিণ্ডে প্রকোষ্ঠের সংখ্যা ১৩টি ও এর রক্তের রঙ সাদা। কারণ এর রক্তে কোনো হিমোগ্লোবিন নেই।

•আকারে ছোট হলেও মাত্র এক রাতে একটি ইঁদুর প্রায় ২৮০ ফুট লম্বা গর্ত তৈরি করতে পারে।

• শামুক একনাগাড়ে প্রায় এক হাজার একশ দিন না ঘুমিয়ে থাকতে পারে।

• গরুর দুধের রঙ একদম সাদা নয়, বরং কিছুটা হলুদাভ। এর কারণ এতে  অনান্য দুধের তুলনায় অধিক পরিমাণে রিবোফ্লাবিন বা ভিটামিন বি২ থাকে।

• অক্টোপাসের হৃদপিণ্ডের সংখ্যা তিনটি।

• স্টারফিশ বা তারামাছের কোনো মস্তিক নেই।

• আইসল্যান্ডের সরকারি আইন অনুয়ায়ী কোনো ব্যক্তি কুকুর পুষতে পারে না।

বিবার্তা/জিয়া
 

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com