এতদিন তো কেবল রাশি, হাত, নাক, চলার ধরণ আর হাতের আঙুল দেখে মানুন চেনার কৌশল জেনেছেন। কিন্তু জানেন কি ঘরের রং দেখেও মানুষ চিনে নেয়া যায়! অন্য কেউ যেমন আপনাকে চিনে নিতে পারে। ঠিক তেমনই আপনিও পারেন অন্যকে চিনে নিতে। ঘরের রঙের সঙ্গে একজন মানুষের পছন্দ-অপছন্দ, ব্যক্তিত্বের যোগ রয়েছে। আর সেটাই মানুষকে চিনতে সাহায্য করে। তাহলে আসলে ঘরের রং দেখে মানুষ চেনার উপায়টা জেনে নেয়া যাক।
লাল: যাদের ঘরের রঙ লাল হয়ে থাকে তারা অত্যন্ত আকর্ষণীয় ব্যক্তিত্বের। অন্যদের আকর্ষিত করাই এদের লক্ষ্য।
কালো: শক্তি, ক্ষমতা ও আভিজাত্য প্রকাশ করে ঘরের কালো রঙ। এরা অনেক ক্ষমতাবান হয়ে থাকে।
কমলা: এরা খুব মজাদার লোক। সবসময় আনন্দ উল্লাস করতে পছন্দ করেন। তবে উচ্চাকাঙ্খীও বটে।
সাদা: এই রঙটি স্বচ্ছতাকে বোঝায়। তাই যাদের ঘরের রঙ সাদা তাদের মনটাও অনেক স্বচ্ছ হয়ে থাকে।
হলুদ: আশা, ইতিবাচক মনোভাব ও আনন্দকে বোঝায় এই হলুদ। অবসাদকে এরা ধারেকাছে ঘেঁষতে দেন না।
সবুজ: টাকাপয়সার সাথে যোগ রয়েছে এদের। সেইসাথে এরা উচ্চভিলাসী
নীল: বিশ্বাস ও নিরাপত্তা বোঝায়। এরা যে কারোর বিশ্বাস এবং নিরাপত্তা ধরে রাখতে পারে।
বেগুনী: এই রঙ মূলত সমৃদ্ধিকে বোঝায়। যাদের ঘরের রঙ বেগুনী তারা সবসময় সমৃদ্ধি অর্জনে নিয়োজিত থাকে।
বিবার্তা/জাকিয়া/যুথি