চিতলমারীর ইলিশ রহস্য

চিতলমারীর ইলিশ রহস্য
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০১৬, ১৮:১৫:১২
চিতলমারীর ইলিশ রহস্য
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+
বাগেরহাটের চিতলমারী উপজেলার সাবোখালী গ্রামের সাধন অধিকারীর চিংড়ির ঘেরে গত শুক্রবার সকালে জাল ফেলেছিল একদল জেলে।  জাল টেনে পাড়ে তুললে জেলেরা দেখতে পায়, অন্যান্য মাছের সাথে সাতটি ইলিশ মাছও আছে।  মাছের সাইজও একেবারে ছোট নয়, বড়গুলোর ওজন প্রায় এক কেজি। কাণ্ড দেখে জেলেরা তো অবাক !
 
খবরটি ছড়িয়ে পড়লে শত শত মানুষ ছুটে আসে চিংড়ি ঘেরের ইলিশ দেখতে। পরে ধরা পড়া ৭টি ইলিশের মধ্যে বড় ২টি রেখে বাকিগুলো আবারও ঘেরে ছেড়ে দেয়া হয়।
 
সাধনের স্ত্রী অর্পণা অধিকারী জানান, মাছ দু’টি তিনি রান্না করেছেন। যার স্বাদ ও গন্ধ একেবারে নদীর ইলিশ মাছের মতো।
 
ঘেরমালিক সাধন অধিকারী জানান, গত বছর মংলার দুবলার চর থেকে তিনি চিংড়ির রেণু পোনা এনে ঘেরে ছেড়েছিলেন। সেই  পোনার সাথে  ইলিশের পোনার মত দেখতে পেয়ে ৭টি পোনাও ছিল। সেগুলোও তিনি ঘেরে ছেড়েছিলেন।
 
এলাকাবাসী জানান, এর আগে পাশের পাটরপাড়া গ্রামের ফরিদ বিশ্বাসের পুকুরেও এক ঝাঁক ইলিশ মাছ ধরা পড়েছিল।
 
উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডল জানান, গভীর পানিতে ছাড়া ইলিশ মাছ পাওয়া একটা অবিশ্বাস্য ঘটনা। তবে আগেও পুকুরে ও চিংড়ি ঘেরে ইলিশ মাছ পাওয়ার খবর শুনেছি। ওয়েবসাইট অবলম্বনে
 
বিবার্তা/হুমায়ুন/মৌসুমী
 
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com