প্রথমেই বলে নেয়া ভাল; শুধু মানুষ নয়, সব স্তন্যপায়ীরই গায়ে কাঁটা দেয়।
প্রবল ঠাণ্ডা ত্বকের সংস্পর্শে এলেই গায়ের রোম খাড়া হয়ে ওঠে নিজে থেকেই। এটি শরীরের একটি প্রতিবর্ত ক্রিয়া। শরীর নিজে থেকেই একটি উষ্ণ ‘পোশাক’তৈরি করে নেয়। বহু স্তন্যপায়ীর শরীরে প্রচুর রোম থাকায় সেগুলি এই সব ক্ষেত্রে বেশ কার্যকরী।
কিন্তু মানুষের শরীরে রোমের পরিমাণ এবং ধরন, দুটিই ভিন্ন। তাই সেই সব রোম খাড়া হয়ে কাঁটার মতো দেখায়। এ ছাড়াও কোনও কারণে শরীরে উত্তেজনা তৈরি হলেও রোম খাড়া হয়ে যেতে পারে। বিশেষ করে অ্যাড্রিনালিন হরমোনের ক্ষরণ বেশি হলে গায়ে কাঁটা দেয়।
ঠাণ্ডা লাগলে বা কোনও কারণে উত্তেজিত হলে, শরীরে রোমের ফলিক্লের গোড়ায় যে সব মাংসপেশী থাকে, সেগুলি শক্ত হয়ে ওঠে, সংকুচিত হয়। এই কারণেই রোম খাড়া হয়ে ওঠে।
বিবার্তা/জিয়া