আমরা সবাই জানি, মৌমাছি মধু তৈরি করে। কিন্তু জানেন কি, প্রায় ২০ হাজার প্রজাতির মৌমাছির মধ্যে মাত্র চার প্রজাতির মৌমাছি মধু তৈরি করতে পারে। বাকিরা পারে না।
● হাতি একটু বেশিই খায়। কিন্তু তাই বলে ৮০ লিটার! অদ্ভুত হলেও সত্য, হাতির বাচ্চা দিনে প্রায় ৮০ লিটার পর্যন্ত দুধ খেতে পারে।
●বিড়াল আমাদের অতি পরিচিত একটি প্রাণী। অন্ধকারে আমরা তেমন কিছু না দেখলেও একটা বিড়াল অন্ধকারে মানুষ থেকে প্রায় ৬ গুণ ভালো দেখতে পারে। বিড়ালের টাপেটাম লুসিডাম নামক একটি বাড়তি লেয়ার থাকে যা আলো ধারণ করে রাখতে পারে! সেজন্য বিড়াল অন্ধকারে মানুষের চেয়ে ৬ গুণ বেশি দেখে!
● আমরা সবাই জানি, উট জল ছাড়া সবচেয়ে বেশিক্ষণ থাকতে পারে কিন্তু অবাক করা তথ্য হল যে জল ছাড়া একটি ইঁদুর একটি উট থেকে বেশি সময় বাঁচতে পারে!
● আমরা সবাই ছোটবেলায় পিঁপড়া ও ঘুঘুর গল্প পড়েছি, সে গল্প পড়ে আমরা জেনেছি পিঁপড়াটি জলে পড়ে গেলে ঘুঘু পাতা ফেলে পিঁপড়াকে বাঁচায়! কিন্তু মজার ব্যাপার হচ্ছে, পিঁপড়া জলের নিচে দু’দিনও বেঁচে থাকতে পারে। পিঁপড়া সম্পর্কে আরেকটা তথ্য জেনে নিন, পিঁপড়া কখনো ঘুমায় না!
● ঠুস…ঠুস…ঠুস করে কাঠে ঠোকর দেয়া কাঠঠোকরা আমরা প্রায় সবাই দেখেছি। কিন্তু কখনও কি ভেবেছি কত দ্রুত ঠোকর দেয় এই কাঠঠোকরা? একটি কাঠঠোকরা সেকেন্ডে প্রায় ২০বার পর্যন্ত কাঠে ঠোকর দিতে পারে!
বিবার্তা/জিয়া