● হিটলার এবং লাদেনের মৃত্যু ঘোষণা করার দিন একই তারিখে। তারিখটি ১ মে।
● জর্জ ওয়াশিংটন ১৮০০ শতাব্দীর শেষ বছরের, শেষ মাসের, শেষ সপ্তাহের শেষ দিনে মৃত্যুবরণ করেন।
● আমরা সাধারণত মেসেজ, বা চ্যাটিং এর সময় ইংরেজি you কে ছোট করে u লিখি। এটি সর্বজন স্বীকৃতি হয়েছে যখন প্রথম সেক্সপিয়ার তার বইতে you এর পরিবর্তে u ব্যবহার শুরু করে।
● ১৮৯৮ সালে, টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার ১৪ বছর আগে মর্গান রবার্টসন একটি বই লিখেছিল টাইটানিক জাহাজ সম্পর্কে। বইটির নাম ছিলো ‘টাইটান’। ওই বইতে তিনি লিখেছিলেন ‘টাইটানিক জাহাজ একটি বরফের টুকরার সাথে ধাক্কা লেগে ডুবে যাবে।’ আর তাই তো হলো।
● ভালোবাসা আসলে মানুষের হৃদয় থেকে অনুভূত হয় না। হয় মানুষের মস্তিষ্ক থেকে।
● apple কোম্পানির মালিক স্টিভ জবসের মৃত্যুর আগে তার শেষ কথা ছিল – ‘oh wow, oh wow, oh wow.’
● ডায়েট কোকাকোলা পানির ভিতরে ঢাললে পানির উপরে ভেসে থাকবে। কিন্ত সাধারণ যে কোকাকোলা আছে তা পানিতে ঢাললে পানির সাথে মিশে যাবে।
● আইসক্রিম মূলত চাইনিজ খাবার।
● মধুই একমাত্র খাদ্য যা কখনোই পচে যায় না।
● ফেসবুকে এখন কিন্তু facebook.com এর পরিবর্তে fb.com লিখলেই হয়ে যায়। এই fb.com বানানোর জন্য মার্ক জুকারবার্গের খরচ হয়েছে ৮.৭ মিলিয়ন ডলার।
● পৃথিবীতে ফুটবল খেলাকে ১৮৮টি দেশ ফুটবল (football) বলে থাকে। আর বাকি দেশগুলো ফুটবল খেলাকে সকার (soccer) নামেই জানে।
● ২৩ বছর বয়সের আগে আমেরিকার ৩০ থেকে ৪০ শতাংশ মানুষ পুলিশের হাতে গ্রেফতার হয়।
● ইংরেজি madam ও reviver শব্দকে উল্টো করে পড়লে একই হবে।
● ‘i am’ সবচেয়ে ছোট ইংরেজি বাক্য।
● ‘education’ ও ‘favourite’ শব্দে সবগুলো vowel আছে।
● abstemious ও facetious শব্দে সবগুলো vowel আছে। মজার ব্যাপার হল শব্দের vowel গুলো ক্রমানুসারে (a-e-i-o-u) আছে।
● ইংরেজি q দিয়ে গঠিত সকল শব্দে q এর পরে u আছে।
● queueing এমন একটি শব্দ যার মধ্যে ৫টি vowel একসঙ্গে আছে।
● একই অক্ষরের পুনরাবৃত্তি না করে সবচেয়ে দীর্ঘ শব্দ হল uncopyrightable।
● rhythm সবচেয়ে দীর্ঘ ইংরেজি শব্দ যার মধ্যে vowel নেই।
● আপনি কি জানেন, একটি মাছির গড় আয়ু মাত্র ১৭ দিন।
● পৃথিবীর প্রথম নভোচারী কিন্তু মানুষ নয়, একটি কুকুর।
● কিং কোবরা পৃথিবীর একমাত্র সাপ যে বাসা বাঁধে।
বিবার্তা/জিয়া