যা জানলে চোখ আপনার কপালে উঠবে

যা জানলে চোখ আপনার কপালে উঠবে
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০১৬, ১২:৫৭:১৯
যা জানলে চোখ আপনার কপালে উঠবে
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+
কোনও কোনও বিষয় নিয়ে আমাদের বেশি কৌতূহল থাকে। তাই সেই সব বিষয় নিয়ে আমরা সমস্ত তথ্য জানতে উৎসাহী হই। কিন্তু এমন অনেক জিনিসও রয়েছে যে সম্পর্কে জানতে আমাদের বিন্দুমাত্র উৎসাহ নেই, কিন্তু তবুও জেনে রাখা প্রয়োজন হয়।
 
আজ আমরা এই প্রতিবেদনে এমন কয়েকটা তথ্য আপনাদের জানাবো যা শুনলে আপনার চোখ কপালেও উঠতে পারে।
 
● কারোর টানা ৬ বছর ৯ মাসের বাতকর্মে যে পরিমাণ গ্যাস নির্গত হয়, তাতে অ্যাটোমিক বোমার শক্তি রয়েছে।
 
● মহাকাশে যাওয়ার আগে মহাকাশচারীরা কোনও ধরনের বিনস বা এমন কোনও খাবার খান না, যাতে সামান্য গ্যাস হওয়ারও সম্ভাবনা থাকে। একেবারে নিয়ম করে তা মানা করা আছে। কারণ যাতে গ্যাসের কারণে মহাকাশচারীর স্যুট ক্ষতিগ্রস্ত হতে পারে।
 
● সাধারণ একজন সুস্থ মানুষ দিনে ১৫ বার ঢেঁকুর তোলে। এই দৈনিক সংখ্যাটি বাতকর্মের তুলনায় কিছুটা বেশি।
 
● আপনি কি জানেন একজন সাধারণ মানুষের জীবনকালে কমোডে বসার সময় গণনা করা হলে দেখা যাবে জীবনের ৩-৪ বছর তার শুধু কমোডে বসেই কেটে গেছে।
 
● গবেষণায় প্রমাণ হয়েছে, যাঁরা প্রত্যেকদিন ১০টি করে সিগারেট খান তাদের ২ টি দাঁত ১০ বছরের মধ্যে পড়ে যাবে।
 
● আপনি হয়তো জানেন না আরশোলা ১৮ ঘণ্টা ধরে বাতকর্ম করতে পারে। এমনকী মৃত্যুর পরও তার শরীর থেকে গ্যাস বাতকর্ম রূপেই বেরিয়ে যায়। প্রত্যেক ১৫ মিনিট অন্তর শরীরে থেকে অতিরিক্ত বায়ু নির্গত করতে পারে আরশোলা।
 
বিবার্তা/জিয়া
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com