মহাভারতের দ্রৌপদী একসঙ্গে বিয়ে করেছিলেন পাঁচ পাণ্ডবভাইকে। আর তার মতোই পাঁচ ভাইকে বিয়ে করে আধুনিক দ্রৌপদী হয়েছেন ভারতের ২১ বছর বয়সী এক তরুণী।
পাঁচ ভাইয়ের এক ভাই গুড্ডুর সঙ্গে ভারতের উত্তরাখণ্ডের দেরাদুন নিবাসী ২১ বছরের রাজো বর্মার বিয়ে হয় চার বছর আগে। বিয়েটাও হয়েছিল পারিবারিকভাবে। বিয়ের পরে রাজো দেখেন, পাঁচ ভাইয়ের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়। তার ভয় হয়, বিয়ের পর গুড্ডু বউকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লে অবিবাহিত ভাইদের সঙ্গে তাঁর সম্পর্ক শিথিল হয়ে যাবে না তো?
তখনই রাজোর মনে আসে মহাভারতের দ্রৌপদীর দৃষ্টান্ত। সিদ্ধান্ত নেন, পাঁচ ভাইয়ের মধ্যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখার জন্য তিনি গুড্ডুর অন্য ভাইদেরও বিয়ে করবেন। এতে আপত্তি করে না গুড্ডুও। আর কী, চার ভাই বইজু, সন্ত রাম, গোপাল ও দীনেশকে বিয়ে করে ফেলেন রাজো। এখন তিনি একসঙ্গে এক বাড়িতেই থাকেন পাঁচ স্বামীকে নিয়ে। একেক স্বামীর সঙ্গে এক এক রাতে মিলিত হন তিনি। রাজো বলেন, ‘প্রথম প্রথম একটু অস্বস্তি হতো । এখন কিছু মনে হয় না।’
১৮ মাসের একটি ছেলেও রয়েছে রাজোর। কিন্তু সেই ছেলের পিতা আসলে কে, তা জানেন না রাজো নিজেও।
কিন্তু হঠাৎ পাঁচ ভাইকে এক সঙ্গে বিয়ে করতে গেলেন কেন রাজো? পরিবারে অশান্তি হয় না? বিশেষত স্ত্রীর শারীরিক অধিকার নিয়ে?
উত্তর দেন গুড্ডুই, 'উঁহু, আমাদের পরিবারে কোনো অশান্তি নেই। আমরা প্রত্যেকেই রাজোর সঙ্গে মিলিত হই। কিন্তু তা নিয়ে আমাদের মধ্যে কোনো গোলমাল নেই।'
আর রাজো বলেন, 'আমার মা-ও তো তিন ভাইকে বিয়ে করেছিলেন। আমি আমার স্বামীদের সঙ্গে আলাদা আলাদা করে রাত্রি যাপন করি। আমাদের ঘরে কোনো বিছানা নেই। মাটির ওপর পুরু করে কম্বল পেতে নিয়ে আমরা শুয়ে পড়ি।’
পাঁচ স্বামীকে নিয়ে সমস্যা হয় না? জানতে চাইলে লাজুক হেসে রাজো বলেন, 'একটুও না। বরং অন্য বিবাহিত মেয়েদের থেকে অনেক বেশি ভালবাসা পাই আমি।’
বিবার্তা/হুমায়ুন/মৌসুমী