বিখ্যাতদের মজার উক্তি !

বিখ্যাতদের মজার উক্তি !
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৩৭:৪০
বিখ্যাতদের মজার উক্তি !
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+
বিশ্বের খ্যাতিমান মানবসন্তানরা মাঝে মাঝে এমন মজার উক্তি করেন, যা বেশ কৌতূহল উদ্দীপক।তাদের এসব উক্তিতে থাকে নানা ধরনের জীবনঘনিষ্ঠ অভিজ্ঞতার ইঙ্গিত। এ ধরনের একাধিক উক্তি বিবার্তার পাঠকদের জন্য তুলে ধরা হলো:
 
সক্রেটিস: অবশ্যই বিয়ে করো। যদি একজন ভালো জীবনসঙ্গী পাও, তুমি সুখী হবে। আর যদি উল্টোটা হয়, তুমি হবে একজন দার্শনিক।
 
অস্কার ওয়াইল্ড: নিরাশাবাদী মানুষের কাছ থেকে ধার করাই সবচেয়ে উত্তম। কারণ, সে টাকা ফিরে পাওয়ার আশা করবে না।
 
মার্ক টোয়েন: সব উক্তিই মিথ্যা—এটাও!
 
জর্জ বার্নস: তখনই সুখী হবেন, যখন আপনার থাকবে একটি যত্নশীল, আদুরে, দৃঢ় বন্ধনসম্পন্ন যৌথ পরিবার; যারা আপনার থেকে দূরে বাস করে।
 
স্টিভেন রাইট: আমি তোমার গাড়ির ব্রেক ঠিক করতে পারিনি, তাই হর্নটাকে জোরালো করে দিয়েছি।
 
ফ্র্যাঙ্কলিন পি জোনস: সময়মতো কোথাও পৌঁছানোর অপকারিতা হলো, আপনার সময়ানুবর্তিতার প্রশংসা করতে সেখানে কেউ থাকবে না।
 
হিলারি ক্লিনটন: পত্রিকায় নিজের ছবি দেখতে ইচ্ছা হলে আমি আমার চুলের স্টাইল বদলে ফেলি!
 
জর্জ মিলার: ইতালিয়ান খাবার খাওয়ার অসুবিধা হলো, পাঁচ-ছয় দিন পরই আপনার খিদে লেগে যাবে!
 
জোয়ান রিভার্স: ঘরের কাজ খুবই বিরক্তিকর। বিছানা গোছাও, থালাবাসনও ধোও, ছয় মাস পর পর এসব কাজ করতে ভালো লাগে?
 
আগাথা ক্রিস্টি: প্রত্নতত্ত্ববিদেরা স্বামী হিসেবে সবচেয়ে ভালো। যতই বুড়ো হবেন, আপনার প্রতি তাঁর আগ্রহ তত বাড়বে!
 
মার্ক টোয়েন: দুজন মানুষ কথা বলছে। আপনি তাদের কথার মাঝখানে কথা বলার চেষ্টা করছেন, কিন্তু তারা পাত্তা দিচ্ছে না। এর চেয়ে বিরক্তিকর আর কিছু হতে পারে না।
 
বব হোপ: আমরা ছিলাম ছয় ভাই। তাই আমি নাচতে শিখেছি বাথরুমের দরজার সামনে দাঁড়িয়ে।
 
মোহাম্মদ আলী: স্বপ্নেও যদি আমাকে মারার কথা ভাবো, ঘুম থেকে উঠে অবশ্যই ক্ষমা চেয়ে নিয়ো।
 
আলবার্ট আইনস্টাইন: মহাবিশ্ব আর মানুষের নির্বুদ্ধিতা, দুটাই অসীম। মহাবিশ্বের ব্যাপারে আমি অবশ্য এখনো নিশ্চিত নই।
 
চার্লস ল্যাম্ব: আমি সব সময় দেরি করে অফিসে যাই। তবে তাড়াতাড়ি অফিস থেকে বের হয়ে সেটা পুষিয়ে দিতে চেষ্টা করি।
 
বিবার্তা/জিয়া
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com