● মৃত্যুর পর মানুষের মস্তিষ্ক প্রায় সাত মিনিট সক্রিয় থাকে এবং এই সময় জীবনের চূড়ান্ত মুহূর্তগুলি তিনি স্বপ্নের আকারে দেখতে থাকেন।
● যে শিশুরা ছোটবেলায় খুব মিথ্যা কথা বলে, বড় হলে সফল পেশাদার হয়।
● ২০১৩ সালে নিউজিল্যান্ড সরকার আটটি জেলখানা বন্ধ করে দিয়েছে অপরাধীর অভাবে।
● মানুষ মুখোমুখি কথা বলার সময় সবচেয়ে বেশি সত্যি বলে। আর বেশি মিথ্যে বলে ফোনে কথা বলার সময়।
● মৃত্যুকালে মানুষের প্রথমে দৃষ্টিশক্তি চলে যায়, এরপর যায় স্পর্শ অনুভূতি এবং সবশেষে যায় শ্রবণ অনুভূতি।
● চাঁদ প্রতি বছর পৃথিবী থেকে প্রায় দুই ইঞ্চি করে দূরে সরে যাচ্ছে।
● ঠিক তোমার মতো দেখতে আরও ছয় জন এই পৃথিবীতে আছে। তাদের মধ্যে একজনের সঙ্গে সারাজীবনে দেখা হওয়ার সম্ভাবনা ১১ শতাংশ।
● মেয়েরা নীল রংয়ের শোওয়ার ঘর পছন্দ করে এবং পুরুষরা সাদা।
● একটা সিগারেট খাওয়ার অর্থ এগারো মিনিট আয়ু কমে যাওয়া।
● যারা বিড়াল পোষে তাদের আত্মহত্যা করার প্রবণতা থাকে। কুকুর পুষলে মানুষ উদার মনের হয়।
● মেয়েরা যতো মেধাবী হবে ততো প্রজননে অক্ষম হবে।
● কোনো ভিড়ের মধ্যে আমরা একসঙ্গে শুধুমাত্র দুটি মুখমণ্ডলের উপর দৃষ্টিপাত করতে পারি।
● আজ থেকে একশত বছর পরে ফেসবুকে প্রায় ৯১ কোটি ৬0 লাখ মৃত ব্যক্তির প্রোফাইল থাকবে।
● ৯৬ শতাংশ কিশোর কিশোরী সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করার আগে তাদের মোবাইল ফোনটা চেক করে।
● প্যারিসে একদিন এক মহিলা আত্মহত্যা করার জন্য আইফেল টাওয়ারের মাথা থেকে ঝাঁপ দিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত এক গাড়ির উপরে পড়েন এবং বেঁচে যান। ওই গাড়ির চালক তথা মালিককেই পরে তিনি বিয়ে করেন।
● ১৯৭০ সালে বিশ্বের জনসংখ্যা ছিল বর্তমান জনসংখ্যার অর্ধেক।
● গর্ভবতী অবস্থায় কোনো মা দুশ্চিন্তাগ্রস্ত থাকলে তার সন্তান পরবর্তীতে অল্পেই রেগে যাওয়া স্বভাবের হবে।
● প্রতি বছর পৃথিবীর মানুষের গড় আয়ু তিনমাস করে বাড়ছে। চিকিৎসা বিজ্ঞানের উন্নতির কারণে।
● পৃথিবীর বেশিরভাগ মানুষের রক্তের গ্রুপ O+ এবং সবচেয়ে কম মানুষের রক্তের গ্রুপ AB-।
● হেরোইন শুরুতে সর্দির ওষুধ হিসেবে ব্যবহৃত হতো।
বিবার্তা/জিয়া