প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম প্রবাসীদের সমস্যার সমাধানের লক্ষ্যে গঠিত ‘প্রবাসবন্ধু কল সেন্টার’ উদ্বোধন করেছেন। উদ্বোধনকালে তিনি বলেন, এখন থেকে প্রবাসী বাংলাদেশিরা সরাসরি দেশে ফোন করে তাদের সুখ-দুঃখসহ যেকোনো সমস্যার কথা বলতে পারবেন। তাদের কথা শুনে সরকার সমাধানের পথ খুঁজতে পারবে।
বৃহস্পতিবার সকালে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই কল সেন্টারের উদ্বোধন করা হয়।
এ সময় প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব বেগম শামছুন নাহার বলেন, সরকারের ডিজিটালাইজেশন প্রক্রিয়ার অংশ হিসেবেই এই কল সেন্টার উদ্বোধন করা হয়েছে।
প্রবাসীকল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বলেন, খুব শিগগির মালয়েশিয়ার শ্রমবাজার থেকে সুখবর সপ্তাহ খানেকের মধ্যে আসবে বলে আশা করা যায়।
গত মাসে সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে নুরুল ইসলাম বলেছিলেন, তারা বিষয়টি নিয়ে আঁধারের মধ্যে আছেন। এমনকি গত মঙ্গলবার অনুষ্ঠানে প্রবাসীকল্যাণমন্ত্রী বলেছিলেন, তিনি মালয়েশিয়ার শ্রমবাজারের ব্যাপারে কিছুই জানেন না।
বিবার্তা/জেমি/জিয়া