ব্রিটেনে আগস্ট মাসে নানান খাতে উৎপাদন বৃদ্ধি পাওয়ায় পাউন্ডের মান বাড়ার ইঙ্গিত দিয়েছে একটি জরিপ সংস্থা। জরিপে দেখা গেছে গত জুলাই মাসের চেয়ে আগস্ট মাসে উৎপাদন সূচক বেশ ভাল করেছে। ভোটে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্তের পর পাউন্ডের পতন শুরু হয়। তবে আগস্টে এসে দুর্বল পাউন্ড আবারো শক্তিশালী হচ্ছে।
দুর্বল পাউন্ড বিদেশী ক্রেতাদের কাছে ব্রিটিশ পণ্য সস্তা করে তোলে এবং আমদানি পণ্যের দাম বেড়ে যায়। জানা গেছে, ব্রেক্সিটের কারণে পাউন্ডের মান আমেরিকান ডলার ও ইউরোর বিপরীতে ১০ভাগ কমে যায়।
সর্বশেষ জরিপে দেখা গেছে পাউন্ডের মান ১ শর্তাংশ বৃদ্ধি পেয়েছে আমেরিকান ডলার ও এবং ইউরো থেকে ০.৬ শর্তাংশ বৃদ্ধি পেয়েছে।
বিবার্তা/জিয়া