রিহ্যাব ট্রেনিং ইনস্টিটিউটে জঙ্গিবাদবিরোধী আলোচনা সভা

রিহ্যাব ট্রেনিং ইনস্টিটিউটে জঙ্গিবাদবিরোধী আলোচনা সভা
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০১৬, ১৮:১৫:৪৪
রিহ্যাব ট্রেনিং ইনস্টিটিউটে জঙ্গিবাদবিরোধী আলোচনা সভা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) কর্তৃক প্রতিষ্ঠিত রিহ্যাব ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে জঙ্গীবাদবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২ টায় পশ্চিম পান্থপথে ইনস্টিটিউট কার্যালয়ে ‘সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে, রুখে দাঁড়াও বাংলাদেশ’ শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
 
এতে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন। নিজ নিজ অবস্থান থেকে জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। একই সাথে শিক্ষক-অভিভাবকদের সতর্ক হওয়ার পরামর্শ দেন । 
 
সভাটি পরিচালনা করেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) প্রকৌশলী মোহাম্মদ সোহেল রানা। স্বাগত বক্তব্য দেন ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মো. আমিনুল ইসলাম। সভায় ছাত্র-শিক্ষক-অভিভাবক, কমিউনিটি নেতা, মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেণি পেশার নাগরিক জঙ্গীবাদের বিরুদ্ধে তাদের অবস্থান তুলে ধরেন। 
 
এছাড়া  সভায় রিহ্যাব পরিচালক প্রকৌশলী এন.এম. নূর কুতুবুল আলম, আসাদুর রহমান জোয়ার্দ্দার, প্রকৌশলী মো. আল আমিন, মো. জসিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবু বকর সিদ্দিক, প্রকৌশলী মহিউদ্দিন শিকদার, মো. জহির আহমেদ এবং এস এম জাহিদুর রহমান বক্তব্য রাখেন। 
 
বিবার্তা/বিজ্ঞপ্তি/মৌসুমী
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com