বাংলাদেশের টুরিজম সেক্টরের পরিচিত মুখ মোহাম্মাদ জহিরুল ইসলাম। তিনি ডাল্টন জহির নামে পরিচিত। সম্প্রতি হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং কর্মকর্তা হিসেবে ব্র্যাক সার্ভিসেস লিমিটেড এ যোগ দিয়েছেন। ব্র্যাক কর্তৃপক্ষ তাকে এ পদে নিয়োগ দিয়েছে।
বহু প্রতিভার অধিকারী ডাল্টন জহির একাধারে সফল ও দক্ষ মার্কেটিং ব্যক্তিত্ব; যিনি হোটেল ইন্ডাস্ট্রিতে সুপরিচিত। এছাড়া তিনি সাহিত্যিক, ফটোগ্রাফার ও ট্রাভেল রাইটার।
কর্মজীবনে ডাল্টন জহির দেশি-বিদেশি বিভিন্ন কোম্পানিতে কাজ করেছেন। এছাড়া তিনি মূলত বাংলাদেশের পর্যটন শিল্পের উন্নয়ন ও বিশ্বের দরবারে এ শিল্পকে তুলে ধরতে কাজ করে যাচ্ছেন।
ক্যারিয়ার জগতে ডাল্টন জহির সফলতার সঙ্গে রোজ ভিউ হোটেল, গ্র্যান্ড সুলতান, ওশান প্যারাডাইজ হোটেল, লেকশোর হোটেলে কাজ করেছেন। এছাড়া মটোরোলা মোবাইল, অ্যাপল কম্পিউটার, ফিলিপস মোবাইল এবং ফুজিফিল্ম ক্যামেরা বাংলাদেশের মার্কেটে বাজারজাতে কাজ করেন। তিনি প্রায় ১৬ বছর এসব প্রতিষ্ঠানে বিভিন্ন ব্যবস্থাপনার পদে নিয়োজিত ছিলেন। সব প্রতিষ্ঠানেই ডাল্টন সফলতার সঙ্গে কাজ করেন।
পর্যটনবিষয়ক লেখালেখিতেও তার অবদান রয়েছে। এ পর্যন্ত তার লেখা ছয়টি বই পাঠক প্রশংসিত হয়েছে। পর্যটনবিষয়ক জ্ঞানার্জনের জন্য তিনি প্রতিনিয়ত আন্তর্জাতিক মানের পর্যটন মেলায় অংশ নিয়ে আসছেন। লন্ডন, সিঙ্গাপুর, কোরিয়া, ইন্ডিয়া, চায়না, তুরস্ক, নেপাল, মায়ানমার, দুবাই, পোল্যান্ড, জার্মানি ভ্রমণ করেছেন।
ফটোগ্রাফি ডাল্টন জহিরের প্রিয় কাজের একটি। খ্যাতিমান মানুষের পোর্ট্রেট ও প্রাকৃতিক অসাধারণ কিছু ছবির জন্য পেয়েছেন নানা পুরস্কার। ফটোগ্রাফিক সোস্যাইটি অব আমেরিকার সদস্য পদও অর্জন করেছেন ইতিমধ্যে।
বিবার্তা/জিয়া