আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ করতে ব্যবসায়ীদের প্রতি নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। কোরবানি ঈদের এক সপ্তাহ আগে সোমবার তিনি এ নির্দেশ দেন।
নিজ মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ করা না হলে ব্যবসায়ী, ক্রেতা, বিক্রেতা কেউই লাভবান হবেন না। তাই আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তা নির্ধারণ করতে ব্যবসায়ীদের বলা হয়েছে।
মূল্য কত নির্ধারণ করা হবে জানতে চাইলে মন্ত্রী বলেন, একটা বাস্তবসম্মত মূল্য তো নির্ধারণ করতে হবে। জনগণ যাতে চামড়ার ন্যায্য মূল্য পায়, আবার চামড়া শিল্পের ব্যবসায়ীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহীন আহমেদ বলেন, গত বছর ঢাকায় গরুর কাঁচা চামড়ার প্রতিবর্গ ফুট ৫০ থেকে ৫৫ টাকা আর ঢাকার বাইরে গরুর কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ করা হয়েছিল ৪৫ থেকে ৫০ টাকা।
বাংলাদেশের চামড়ার মোট চাহিদার বেশিরভাগের জোগানই আসে কোরবানির পশু থেকে। খুচরা বিক্রেতাদের কাছ থেকে কেনার জন্য প্রতি বছর এই দাম নির্ধারণ করে দেন চামড়া ব্যবসায়ীরা।
বিবার্তা/আমিন/রয়েল