করারোপ বাধ্যতামূলক করা উচিত: অর্থমন্ত্রী

করারোপ বাধ্যতামূলক করা উচিত: অর্থমন্ত্রী
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৪৭:০১
করারোপ বাধ্যতামূলক করা উচিত: অর্থমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, করযোগ্য আয় থাকলেই আমাদের বাধ্যতামূলক করারোপ করা উচিত। এটা হতে পারে ১০ টাকা, ২০ টাকা, ৩০ টাকা। আমি এ প্রস্তাব করছি। দেশের মানুষের মধ্যে কর দেয়ার সংস্কৃতি গড়ে উঠুক।
 
বুধবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত পে রোল ট্যাক্স বা বেতন থেকে অগ্রিম কর কেটে রাখা নিয়ে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
অর্থমন্ত্রী আরো বলেন, যাদের আয় নেই, তাদের জন্য এ বাধ্যতামূলক কর নয়। বাকি সবাইকে এ করের আওতায় আনা যায় কি না, তা নিয়ে ভাবতে হবে।
 
এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বাংলাদেশ কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মাসুদ আহমেদ, বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর প্রমুখ।
 
বিবার্তা/আমিন/রয়েল
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com