বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ২০১৫-১৬ অর্থবছরে পূর্ববর্তী অর্থবছরের তুলনায় কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে।
গত অর্থবছরে বেপজাধীন ইপিজেডসমূহে ৩৩ হাজার ৫৫১ জন বাংলাদেশী নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। ২০১৪-১৫ অর্থবছরে কর্মসংস্থান সৃষ্টি হয়েছিল ৩১ হাজার ৮৪ জনের। ইপিজেডে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে রূপকল্প ২০২১ বাস্তবায়নে বেপজা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সূত্র জানায়, গত অর্থবছরে নতুন কর্মসংস্থান তৈরি হওয়া ৩৩ হাজার ৫৫১ শ্রমিকের মধ্যে কর্ণফুলী ইপিজেডে যুক্ত হয়েছে আট হাজার ৩০৬ জন, উত্তরা ইপিজেডে সাত হাজার ১২৪, আদমজী ইপিজেডে ছয় হাজার ৩৬৮, চট্টগ্রাম ইপিজেডে ছয় হাজার ১৫৪, ঢাকা ইপিজেডে তিন হাজার ৩৩০, কুমিল্লা ইপিজেডে দুই হাজার ৫২২ এবং মংলা ইপিজেডে ১৫ জন।
বেপজার অধীন ইপিজেডের ৪৬১টি কারখানায় বর্তমানে চার লাখ ৫৩ হাজার ৬৫২ জন বাংলাদেশি নাগরিক কাজ করছে, এর মধ্যে ৬৪ শতাংশ নারী।বাংলাদেশের ইপিজেডসমূহ নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বিবার্তা/জিয়া