ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা থেকে এবার বিমানপথে বাংলাদেশের সঙ্গে যোগাযোগে বিমানসেবা দেবে ভারতের বেসরকারি বিমান পরিবহন সংস্থা ‘স্পাইসজেট’। কিছুদিনের মধ্যেই কলকাতা-ঢাকা-কলকাতা এবং কলকাতা-চট্টগ্রাম-কলকাতা বিমান চালাবে এ প্রতিষ্ঠানটি।
সোমবার পশ্চিমবঙ্গের মুখ্য প্রশাসনিক দপ্তর নবান্নে এ কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন নবান্নে এসে স্পাইসজেটের চেয়ারম্যান দেখা করেন মুখ্যমন্ত্রীর সঙ্গে।
মমতা বলেন, ‘আগামী দুর্গাপূজার আগেই উৎসব মৌসুমে কলকাতা থেকে ভারতের বিভিন্ন রাজ্যে এবং আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের ঢাকা ও চট্টগ্রামে ফ্লাইট চালাবে স্পাইসজেট। আগামী ৪ অক্টোবর এবং আগামী ১ নভেম্বরের মধ্যে কলকাতা থেকে বাংলাদেশ ও ভারতের অন্যান্য রাজ্যের মধ্যে স্পাইসজেটের বিমানসেবা চালু হয়ে যাবে।’
বাংলাদেশের পাশাপাশি কলকাতা থেকে স্পাইসজেটের বিমান চলবে কলকাতা-শিলচর, কলকাতা-আইজল, কলকাতা-গোরখপুর-কলকাতা, কলকাতা-বিশাখাপত্তনাম-কলকাতা।
বৈঠকে মমতা বলেন, এশিয়ান দেশগুলোর মধ্যে কলকাতা গেটওয়ের কাজ করবে। মূলত নর্থ ইস্টার্ন, ইস্টার্ন এবং এশিয়ান দেশগুলোর ক্ষেত্রে কলকাতা একটা পিলার হিসেবে কাজ করবে।
ইন্টারন্যাশনাল ক্ষেত্রে বাংলাদেশ ছাড়াও কলকাতা থেকে দুই ঘণ্টার যাত্রাপথে নেপাল, ভুটান, মিয়ানমারসহ ব্যাঙ্কক, সিঙ্গাপুর, মালয়েশিয়ার মধ্যে বিমানসেবা চালু করার ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বলেন, কলকাতা ছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে বিমানবন্দর গড়ে তোলা হয়েছে। সেগুলোকে আগামী দিনে কাজে লাগানো যেতে পারে। স্পাইসজেটের এই উদ্যোগকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে সব রকম সমর্থন করা হবে বলেও জানান তিনি।
বিবার্তা/জিয়া