দেড় কোটি ডলার দুই-এক দিনের মধ্যে আসছে : মুহিত

দেড় কোটি ডলার দুই-এক দিনের মধ্যে আসছে : মুহিত
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০১৬, ১৬:১৯:১৮
দেড় কোটি ডলার দুই-এক দিনের মধ্যে আসছে : মুহিত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+
বাংলাদেশ ব্যাংক থেকে চুরি হওয়া রিজার্ভের আট কোটি ১০ লাখ ডলারের মধ্যে ১ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলার ফেরত দিয়েছে ফিলিপাইন। উদ্ধার হওয়া এই দেড় কোটি ডলার ‘দুই-এক দিনের মধ্যে’ হাতে পাওয়া যাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
 
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে  তিনি এ কথা বলেন। 
 
অর্থমন্ত্রী বলেন, ‘এটা বোধহয় আইদার আমরা পেয়ে গেছি, অর পাচ্ছি আজকে-কালকের মধ্যে। আমার মনে হয় আমরা পেয়েই গেছি।’
 
চুরি যাওয়ার অর্থের কতটুকু এখন ব্যাংকিং চ্যানেলে আছে- এমন প্রশ্নে মুহিত বলেন, ‘সেটা তো আমরা বলতে পারব না।’
 
গত ফেব্রুয়ারিতে সুইফট মেসেজিং সিস্টেমের মাধ্যমে ভুয়া বার্তা পাঠিয়ে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে রক্ষিত বাংলাদেশের রিজার্ভের আট কোটি ১০ লাখ ডলার ফিলিপিন্সে সরিয়ে নেয়া হয়, যাকে বিশ্বের অন্যতম বৃহৎ সাইবার চুরির ঘটনা বলা হচ্ছে।ওই অর্থের অধিকাংশ জুয়ার টেবিলে চলে গেলেও তার মধ্যে দেড় কোটি ডলার ফিলিপিন্স উদ্ধার করে। সোমবার দেশটির আদালতের এক আদেশে ওই অর্থ বাংলাদেশকে ফেরত দিতে বলা হয়।
 
বিবার্তা/মৌসুমী
 
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com