ঢাকার মার্কেটগুলোর সময়সূচি

ঢাকার মার্কেটগুলোর সময়সূচি
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০১৬, ১৪:২৭:৩৫
ঢাকার মার্কেটগুলোর সময়সূচি
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+
জরুরি কেনাকাটার জন্য মার্কেটে গেলেন, কিন্তু গিয়ে দেখলেন মার্কেট বন্ধ। আপনার সময় এবং কষ্ট দুটোই বৃথা যাবে। তাই মার্কেটে যাওয়ার আগে জেনে নেয়া জরুরি কোনদিন কোন মার্কেট বন্ধ থাকে। 
 
শুক্রবার পূর্ণ দিবস এবং শনিবার দিনের প্রথমার্ধের অর্ধ দিবস যে বিপণীবিতানগুলো বন্ধ থাকে: বাংলাবাজার বইয়ের মার্কেট, ধূপখোলা মাঠ বাজার, ইসলামপুরের কাপড়ের মার্কেটগুলো, ফরাশগঞ্জ কাঠের আড়ত, দয়াগঞ্জ সিটি কর্পোরেশন মার্কেট, পাটুয়াটুলী ইলেকট্রনিক্স এন্ড অপটিক্যাল মার্কেট, শ্যামবাজার কাঁচামালের পাইকারি বাজার, কাপ্তান বাজার, নয়ামাটি এক্সেসরিজ মার্কেট, বুড়িগঙ্গা সেতু মার্কেট, ঠাটারী বাজার, শরীফ ম্যানশন, আলম সুপার মার্কেট, রাজধানী সুপার মার্কেট, ছোট কাটারা, সামাদ সুপার মার্কেট, চকবাজার, বড় কাটারা পাইকারি মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, বেগম বাজার পাইকারি মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, ইমামগঞ্জ মার্কেট, তাঁতীবাজার, দয়াগঞ্জ বাজার, বাবুবাজার, নবাবপুর রোডের ইলেকট্রনিক্স ও মেশিনারি মার্কেট, নর্থ সাউথ রোডের স্যানিটারির দোকান, আজিমপুর সুপার মার্কেট, সুন্দরবন স্কোয়ার মার্কেট, নয়াবাজার।
 
রবিবার পূর্ণদিবস ও সোমবার অর্ধদিবস যেসব মার্কেট বন্ধ থাকে:  মোল্লা টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আবেদীন টাওয়ার, আল আমিন সুপার মার্কেট, মিতালী এন্ড ফ্রেন্ডস সুপার মার্কেট, আয়েশা-মোশারফ শপিং কমপ্লেক্স, রামপুরা সুপার মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, গোড়ান বাজার, মেরাদিয়া বাজার, তালতলা সিটি কর্পোরেশন মার্কেট, দনিয়া তেজারত সুপার মার্কেট, বিসিএস কম্পিউটার সিটি, নিউ সোসাইটি মার্কেট, তামান্না কমপ্লেক্স, পল্লবী শপিং মার্কেট, মোহাম্মদিয়া সোসাইটি মার্কেট, ছায়ানীড় সুপার মার্কেট, মিরপুর বেনারসি পল্লী, সুইডেন প্লাজা, রজনীগন্ধ্যা মার্কেট, পূরবী সুপার মার্কেট, ইব্রাহিমপুর বাজার, ইউএই মৈত্রী কমপ্লেক্স, রহমান মার্কেট, বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট গুলশান ১, ডিসিসি মার্কেট গুলশান ২, নাভানা টাওয়ার, আলম সুপার মার্কেট, কলোনি বাজার মার্কেট।
 
মঙ্গলবার পূর্ণ দিবস এবং বুধবার  অর্ধদিবস যেসব মার্কেট বন্ধ থাকে:  কাঁটাবন এলাকার মার্কেট, গ্রিন সুপার মার্কেট, নিউ সুপার মার্কেট, হাতিরপুল বাজার, ফার্মভিউ সুপার মার্কেট, গাউছিয়া মার্কেট, আজিজ কো-অপারেটিভ সুপার মার্কেট, সৌদিয়া সুপার মার্কেট, চাঁদনী চক মার্কেট, সাকুরা মার্কেট, সেজান পয়েন্ট, নুর ম্যানসন, মোতালিব প্লাজা, লায়ন শপিং সেন্টার, বাকুশাহ মার্কেট, ইস্টার্ন প্লাজা, নিউ মার্কেট, ইসলামিয়া মার্কেট, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, চন্দ্রিমা সুপার মার্কেট, ধানমন্ডি হকার্স মার্কেট, ইস্টার্ন মল্লিকা, গ্লোব শপিং কমপ্লেক্স, বদরুদ্দোজা মার্কেট, নূরজাহান মার্কেট, প্রিয়াঙ্গন শপিং কমপ্লেক্স, গাউছুল আজম মার্কেট, এলিফ্যান্ট রোডের মার্কেটগুলো, রাইফেল স্কয়ার, এ আর এফ শপিং সেন্টার, অরচার্ড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমন্ডি প্লাজা, মমতাজ প্লাজা, মেট্রো শপিং মল, প্লাজা এ আর, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, অর্কিড প্লাজা, কেয়ারী প্লাজা, আনাম রেংগস প্লাজা, কারওয়ান বাজার ডি.আই.টি মার্কেট, কাব্যকস সুপার মার্কেট, কিচেন মার্কেট।
 
বিবার্তা/জিয়া
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com