কাপ্তাই লেকে পানি বৃদ্ধি, বেড়েছে বিদ্যুৎ উৎপাদনও

কাপ্তাই লেকে পানি বৃদ্ধি, বেড়েছে বিদ্যুৎ উৎপাদনও
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০১৬, ০৮:৪৭:৩৬
কাপ্তাই লেকে পানি বৃদ্ধি, বেড়েছে বিদ্যুৎ উৎপাদনও
চট্টগ্রাম ব্যুরো
প্রিন্ট অ-অ+
গত দুই দিনের হঠাৎ ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই লেকে পানি বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে। আর পানি বৃদ্ধির ফলে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনও বেড়েছে। 
 
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মো. আবদুর রহমান লেকে পানি বৃদ্ধি পাওয়ার কথা স্বীকার করেছেন এবং বিদ্যুৎ উৎপাদন বেড়েছে বলেও নিশ্চিত করেছেন। 
 
প্রকৌশলী আবদুর রহমান বলেন, কাপ্তাই লেকে বর্তমানে পানি রয়েছে ১০৬.৮৮ ফুট মীন সী লেভেল (এমএসএল)। যদিও রুলকার্ভ (পানির পরিমাপ) অনুযায়ী এখন (২২ সেপ্টেম্বর) লেকে পানি থাকার কথা ১০৩.৮০ এমএসএল। পরিমাপের চেয়ে লেকে বর্তমানে ৩ ফুটেরও বেশি পানি রয়েছে। 
 
কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের ৫টি জেনারেটরের মধ্যে ৪টি বিদ্যুৎ উৎপাদনের কাজ সচল রয়েছে। এই ৪টি জেনারেটর থেকে ১৮৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে বলেও প্রকৌশলী আবদুর রহমান জানান। ৫ নম্বর জেনারেটরটি বন্ধ রাখা হয়েছে। প্রয়োজনে এটিও যে কোন মুহূর্তে উৎপাদনের কাজে সচল করা যাবে বলেও তিনি জানান।
 
বিদ্যুৎকেন্দ্রের একটি সূত্র জানায়, কাপ্তাই লেকে ১০৯ ফুট এমএসএল পানি হলেই স্পিল দিয়ে অতিরিক্ত পানি কর্ণফুলী নদীতে ছেড়ে দেয়া হয়। এবছর এখন পর্যন্ত পানি ছাড়ার মত পরিস্থিতি হয়নি বলে জানা গেছে। বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক বলেন, কখনো কখনো লেকে ১০৮ ফুট এমএসএলের বেশি হলেও পানি ছেড়ে দেয়া হয়।
 
বিবার্তা/জিয়া
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com