বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাক-কান-গলা বিভাগের উদ্যোগে সি ব্লকের মাল্টি পারপাস হলে সোমবার সকাল ৯টায় রোবটিক সার্জারি বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন নাক-কান-গলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক কামরুল হাসান তরফদার।
সেমিনারে বক্তারা জানান, এধরণের পদ্ধতি চালু হওয়ায় নাক, কান ও গলা সংক্রান্ত জটিল অপারেশনসমূহ দ্রুততার সাথে নিখুঁতভাবে সম্পন্ন করা যাবে। এছাড়া রোবটিক সার্জারিতে রোগীর ঝুঁকির মাত্রাও কম এবং সার্জারি পরবর্তী নানা সমস্যাজনিত উপসর্গও তুলনামূলকভাবে কম হয়ে থাকে।
বিবার্তা/বিজ্ঞপ্তি/মৌসুমী