ওয়ার্ডবয়ের ইনজেকশনে বিপ্লব মণ্ডল (১৯) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ওয়ার্ডবয়কে ধরে বেদম পিটুনি দেয় রোগীর স্বজনরা। পরে পুলিশ সুমন নামে ওই ওয়ার্ডবয়কে আটক করে।
শাহবাগ থানার ওসি আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের স্বজন ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হচ্ছে। বিপ্লব পুরান ঢাকার মিডফোর্ডের একটি ওষুধের দোকানে কাজ করতো।
নিহত বিপ্লবের বাবার অভিযোগ, গত রবিবার কেরানীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয় বিপ্লব। এরপর তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। ২০০ নম্বর ওয়ার্ডে সে ভর্তি ছিল। সে সুস্থ ছিল। হাটা চলা করতো। চিকিৎসকরা আমাদের শনিবার সকালে চলে যাওয়ার জন্যও বলেছে।
তিনি জানান, শক্রবার বিকালে ওয়ার্ডের স্পেশাল বয় সুমন এসে বলেন, আপনারাতো চলেই যাবেন কাল, একটা ইনজেকশন দিই। ইনজেশকন দেয়ার পাঁচ মিনিটের মধ্যেই তার মৃত্যু হয়।
বিবার্তা/রোকন/কাফী