নেপালের মানাসলু ট্রেকিং রুটে ভূমিধসে স্পেনিশ নাগরিকসহ চার জনের মৃত্যু হয়েছে। এতে ১১ স্পেনিশসহ আহত হয়েছে ১৭ জন। আহতদের চিকিৎসার জন্য কাঠমান্ডু নেয়া হয়েছে। বৃহস্পতিবার দেশটির জাতীয় সংবাদ মাধ্যম দ্য হিমালায়ান এ খবর দিয়েছে।
নিহতদের মধ্যে- একজন স্প্যানিশ নাগরিক, এক পর্বতারোহণ পথপ্রদর্শক ও দুই নেপালি নাগরিক। প্রধান জেলা কর্মকর্তা নারায়ণ প্রসাদ ভট্ট জানান, আহতদের উদ্ধারে গোর্খা জেলার কেরামজা গ্রামে পুলিশের দুটি দল মোতায়েন করা হয়েছে। টানা ভূমিধসের কারণে মৃতদেহ খুঁজে বের করা কঠিন হয়ে পড়েছে। মানাসলু অঞ্চল ট্রেকিং রুটের জন্য বিখ্যাত। প্রতি বছর এখানে হাজার হাজার পর্যটক ঘুরতে আসে।
সূত্রঃ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
বিবার্তা/রয়েল/ইফতি