ইরাকে মার্কিন বাহিনীর ঘাঁটিতে কেমিক্যাল বাহিত রকেট হামলা চালিয়েছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
আইএস নিয়ন্ত্রিত মসুলের কায়ইয়ারা বিমান ঘাঁটিতে মঙ্গলবার এ হামলা চালানো হয়। তবে ঘটনাটি আন্তর্জাতিক গণমাধ্যমে আসে বৃহস্পতিবার। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মার্কিন নেতৃত্বাধীন জোটের চীফ অব স্টাফ, মেরিন জেনারেল জোসেফ ডানফোর্ড বলেন, গোষ্ঠীটির কেমিক্যাল অস্ত্র নিক্ষেপ অপূর্ণাঙ্গ বা আংশিক ছিল। কিন্তু এ হমলা যথেষ্ট উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি।
মার্কিন সিনেট সশস্ত্র সেবা কমিটিকে বৃহস্পতিবার জেনারেল জোসেফ ডানফোর্ড জানান, রকেটটি ‘সালফার-মাস্টার্ড ব্লিস্টার অ্যাজেন্ট’ বাহিত। পর্যাপ্ত মাস্টার্ড এজেন্টের কারণে বিকলাঙ্গ কিংবা ত্বক, চোখ ও শ্বাসনালীর ক্ষতি করে মৃত্যুও ঘটাতে পারে।
দীর্ঘদিন ধরেই ইরাক ও সিরিয়ায় আইএস তাদের নিয়ন্ত্রিত এলাকাগুলোতে অপরিশোধিত কেমিক্যাল অস্ত্র তৈরি ও ব্যবহার করে আসছে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: বিবিসি
বিবার্তা/নিশি