আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৪। শুক্রবার দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা ওই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, স্থানীয় সময় সকাল ৯টা ১৪ মিনিটে রাজধানী টোকিওর কাছাকাছি কাতশুরা শহরের ১৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে সাগরে ভূমিকম্পটি আঘাত হেনেছিল।
জাপানের আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার আঘাত হানা ভূমিকম্পটি বেশ শক্তিশালী ছিল। তবে ভূমিকম্পটি থেকে সুনামি হওয়ার কোনো আশঙ্কা নেই।
এর আগে মঙ্গলবার ৬ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠে জাপানের হংসু প্রদেশের দক্ষিণ-পূর্বাংশ। ভূমিকম্পের আঘাতে আতঙ্কিত হয়ে বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে এলাকাবাসী। অবশ্য এতে তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সূত্র: সিএনএন
বিবার্তা/নিশি