রাশিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আট দমকল কর্মীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাজধানী মস্কোর পূর্বাঞ্চলীয় আমুরস্কায়া স্ট্রিটে অবস্থিত একটি গুদামে এ ঘটনা ঘটে। রুশ জরুরি মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে রয়টার্স এ খবর জানায়।
তিনি বলেন, শুক্রবার সকালে নিহতদের মরদেহ ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
এদিকে রুশ টিভি চ্যানেল এনটিভি জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডের সময় প্লাস্টিকের গুদামটিতে ১৬০ জনের বেশি লোক ও ৫০টি সরঞ্জাম ছিল। এতে আনুমানিক চার হাজার বর্গমিটার এলাকায় আগুন ছড়িয়ে পড়ে।
রাশিয়ার জরুরি পরিস্থিতি সংক্রান্ত মন্ত্রণালয় জানায়, ‘এ ঘটনায় ৭ দমকল কর্মী নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে তল্লাশি অভিযান চলছে।’ সূত্র: রয়টার্স
বিবার্তা/নিশি