আলেপ্পোয় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে বড় ধরনের অভিযানের ঘোষণা দিয়েছে সিরিয়ার সরকারি বাহিনী। নগরীর উত্তর- পূর্বাঞ্চল থেকে বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীদের হটিয়ে দেয়ার লক্ষ্যে এ অভিযান শুরু হয়। এ এলাকাটিতে প্রায় আড়াই লাখ বেসামরিক লোক অবরুদ্ধ রয়েছে।
সপ্তাহব্যাপী অস্ত্রবিরতি ভেঙে যাওয়ার প্রেক্ষাপটে গত বুধবার রাতে নগরীতে বিদ্রোহীদের অবস্থানের ওপর বিমান থেকে গোলা নিক্ষেপের পর এ ঘোষণা দিল সিরীয় সেনাবাহিনী। ওই হামলায় অন্তত ১৩ জন নিহত হয়। তবে নতুন অভিযানে স্থল সৈন্যরা অংশ নেবে কিনা তা স্পষ্ট নয়।
সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা সানা জানায়, সেনারা যেসব এলাকায় সমবেত হয়েছে সে এলাকা এড়িয়ে চলার জন্য বেসামরিক নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে আলেপ্পোর সিরীয় সামরিক কমান্ড।
এছাড়া, পূর্ব আলেপ্পো ছাড়তে ইচ্ছুক বেসামরিক সিরীয়দের জন্য এরইমধ্যে করিডোরও তৈরি করেছে বলে জানায় সরকারি বাহিনী। আলেপ্পো ছেড়ে যাওয়া লোকজনকে গ্রহণ করা এবং তাদের আশ্রয় দেয়ার ব্যবস্থাও করা হয়েছে। সূত্র: বিবিসি
বিবার্তা/নিশি