চু‌রি হ‌য়ে গেল 'নগ্ন' ট্রাম্প

চু‌রি হ‌য়ে গেল 'নগ্ন' ট্রাম্প
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০১৬, ২২:৫৩:৩২
চু‌রি হ‌য়ে গেল 'নগ্ন' ট্রাম্প
আন্তর্জা‌তিক ডেস্ক
প্রিন্ট অ-অ+
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নগ্ন মূর্তি চু‌রি হ‌য়ে গে‌ছে। বৃস্পতিবার যুক্তরা‌ষ্ট্রের ফ্লো‌রিডার মিয়ামি থে‌কে মূ‌র্তিটি চু‌রি হয়।
 
গত আগ‌স্টের মাঝামা‌ঝি‌তে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ডোনাল্ড ট্রাম্পের নগ্ন  মূর্তি স্থাপন করে ইনডেকলাইন নামক একটি সংগঠন। মূর্তিগুলোকে কেন্দ্র করে হাসি-তামাশা ও ফটোশেসনে মেতে ওঠে লোকজন। 
 
মিয়া‌মি পু‌লিশ বল‌ছে, ট্রা‌ম্পের নগ্ন মূ‌র্তি চু‌রিতে আগহী এক ব্য‌ক্তি আ‌ছে। বৃহস্প‌তিবার অইনউড আর্টস জেলা থে‌কে মূ‌র্তি‌টি  চু‌রি হ‌য়ে‌ছে।
 
অইনউ‌ডের ‌নিরাপত্তা রক্ষীরা পুলিশ‌কে জানি‌য়ে‌ছে, তারা একটি পিকআপে একদল লোক‌কে মূর্তি তুল‌তে দে‌খে‌ছে।
 
একজন প্রত্যক্ষদর্শী জানান, এলাকা ছে‌ড়ে যাওয়ার সময় ‌তি‌নি পাশ থে‌কে পিকআ‌পের একটি ছবি তু‌লে‌ছেন। পুলিশ পিকআ‌পের নিবন্ধিত মালিককে খুঁজছে। সূত্র : দ্য স্টার ডটকম
 
‌বিবার্তা/র‌য়েল/কাফী
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com