যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বার্লিংটনের একটি শপিংমলে বন্দুকধারীর গুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার রাতে এ ঘটনা ঘটেছে বলে জানায় আন্তর্জাতিক গণমাধ্যম।
তাৎক্ষণিকভাবে কে বা কারা, কেন এ হামলা চালিয়েছে তা জানা যায়নি। হামলাকারী একজনই ছিল বলে ধারণা করছে পুলিশ। পুলিশ আসার আগেই তিনি ঘটনাস্থল থেকে সরে পরে। এ ঘটনায় ক্যাসকেড মল এবং এর আশেপাশের দোকানগুলো বন্ধ করে দেয়া হয়েছে। সন্দেহভাজনকে ধরতে বিপণি বিতানটির প্রতিটি দোকানে পুলিশ তল্লাশি চালাচ্ছে।
ওয়াশিংটনের টহল পুলিশের মুখপাত্র সার্জেন্ট মার্ক ফ্রান্সিস এক টুইটার বার্তায় জানান, জরুরি চিকিৎসক দল শপিংমলের ভেতরে প্রবেশ করেছে। জীবিতদের নিকটবর্তী গির্জায় সরিয়ে নেয়া হয়েছে। তবে এ ঘটনায় কেউ আহত হয়েছে কিনা তা জানা যায়নি।
টুইটার বার্তায় ফ্রান্সিস বার্লিংটনের বাসিন্দাদের ‘ক্যাসকেড মল’ এলাকার বন্ধ করে দেয়া রাস্তাগুলোর দিকে না যাওয়ার অনুরোধ জানিয়েছেন।
তিনি আরো বলেন, হিস্পানিক পুরুষের পোশাক পরা সন্দেহভাজন হামলাকারীকে রাস্তার দিকে হেঁটে যেতে দেখা গেছে। তবে পুলিশ আসার আগেই হামলাকারী বা হামলাকারীরা ঘটনাস্থল থেকে সরে পড়ে। তাদের ধরতে তল্লাশি চলছে বলেও জানান ফ্রান্সিস। সূত্র: বিবিসি
বিবার্তা/নিশি