ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে রিখটার স্কেলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার ভোরে আঘাত হানা এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি এবং কোনো সুনামি সতর্কতাও জারি হয়নি। ভূমিকম্প ও দুর্যোগ কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
ফিলিপাইনের সিসমোলোজি ইনস্টিটিউট জানায়, ফিলিপাইনের উত্তর-পশ্চিমাঞ্চল থেকে প্রায় ১শ’ কিলোমিটার দূরে অন্যতম প্রধান নগরী দাভাওয়ে স্থানীয় সময় সকাল ৭টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। এর কিছুক্ষণ পর সেখানে আরেকটি মাঝারি আকারের ভূমিকম্প অনুভূত হয়। নগরীটিতে প্রায় ১৫ লাখ লোকের বাস।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, এই ভূমিকম্পে হতাহত ও ক্ষয়-ক্ষতির পরিমাণ খুবই কম হতে পারে। এটি ভূপৃষ্ঠ থেকে ৬২ কিলোমিটার গভীরে আঘাত হানে।
এদিকে হাওয়াইভিত্তিক প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানায়, শক্তিশালী এই ভূমিকম্পের ফলে কোনো সুনামির আশঙ্কা নেই। সূত্র: রয়টার্স
বিবার্তা/নিশি