যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে শপিংমলে বন্দুক হামলার ঘটনায় এক সন্দেভাজনকে আটক করা হয়েছে। পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম এ খবর প্রকাশ করে।
আটকের বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি পুলিশ। তবে স্থানীয় গণমাধ্যম জানায়, ওয়াশিংটনের বার্লিংটন শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওক হারবার এলাকা, যেখানে গোলাগুলি হয়েছে সেখান থেকেই ওই সন্দেহভাজনকে আটক করা হয়েছে।
‘দ্যা স্ক্যাজিত কাউন্টি ডিপার্টমেন্ট অব ইমারজেন্সি’ এক টুইটার বার্তায় আটকের বিষয়টি নিশ্চিত করে। তবে তারা সন্দেহভাজনের নাম প্রকাশ করেনি। তারা জানায়, এ ব্যাপারে পরে বিস্তারিত তথ্য জানানো হবে।
শুক্রবার ক্যাসকেড মলের ম্যাকি’স ডিপার্টমেন্ট স্টোরে হামলা চালায় এক বন্দুকধারী। এতে ঘটনাস্থলেই এক কিশোরী ও তিন নারীর মৃত্যু হয়। অপর একজন হাসপাতালে চিকিৎসাধীন মারা যান।
হামলার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই জানায়, এ হামলার সাথে কোনো ধরনের সন্ত্রাসী যোগসাজশ পাওয়া যায়নি।
পুলিশ জানায়, শপিংমলের সিসি ক্যামেরায় ধারণকৃত ভিডিওতে দেখা যায়, প্রথমে সন্দেহভাজন কোনো ধরনের অস্ত্র ছাড়াই সেখানে প্রবেশ করে। এর ১০ মিনিট পরই ওই সন্দেহভাজনকে রাইফেল হাতে প্রবেশ করতে দেখা যায়। হামলার পর পুলিশ আসার সঙ্গে সঙ্গেই তিনি পালিয়ে যান। সূত্র: বিবিসি
বিবার্তা/নিশি