বেশ কয়েকদিন ধরেই নিউইয়র্কের জনপ্রিয় টাইমস স্কয়ারে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বেশ বড় উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। সেখানে একটি বিলবোর্ডে মার্কিন এ ধনকুবেরকে উপস্থাপন করা হয়েছে 'সুপার ট্রাম্প' হিসেবে।
১৭ দশমিক ৭ মিটারের (৫৫ ফুট) এই বিলবোর্ডে ট্রাম্পকে একজন সুপার হিরো হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রেসিডেন্ট পদপ্রার্থী রিপাবলিকান ট্রাম্পকে সমর্থন দিচ্ছে এমন একটি গোষ্ঠীর অনুদানে বিলবোর্ডটি তৈরি হয়েছে। তার নির্বাচনী প্রচারণা হিসেবে ব্যতিক্রমী এ পদ্ধতি বেছে নিয়েছে গোষ্ঠীটি।
ট্রাম্পের স্লোগান ‘মেইক অ্যামেরিকা গ্রেট অ্যাগেইন’ -কে প্রকাশ করার উদ্দেশ্যেই মার্কিন এই ব্যবসায়ীকে সুপারম্যান হিসেবে তুলে ধরা হয়েছে। তাই অনেকেরই মতে, বিলবোর্ডের বার্তাটি খুব সাধারণ, কিন্তু স্পষ্ট।
যুক্তরাষ্ট্রে অনেকেরই ধারণা ট্রাম্প একজন বড় ব্যক্তিত্ব। রাজনীতিতে তিনি বড় অবদান রাখবেন অনেকে এখন এই আশাও করছেন। কিন্তু এই বিলবোর্ড দেখে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
একজন বলেন, আমি ভেবেছি এটা কোনো রসিকতা, ট্রাম্পকে নিয়ে কেউ হয়তো মজা করছে- প্রথমে আমার এমনই মনে হয়েছে।
অপর একজন ট্রাম্পকে সমর্থন করে বলেন, এটা ট্রাম্পের প্রতীক, তাকে উপস্থাপন করা হয়েছে বেশ দক্ষভাবেই।
আরেকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, আমিতো দেখছি অন্য সবকিছুর মতো এটাও প্রেসিডেন্ট নির্বাচনকে উপহাসের পাত্র বানিয়ে ফেলছে।
ছবিটা দেখে বেশ মজা পেয়েছেন নিউইয়র্কেরই এক বাসিন্দা। তিনি বলেন, তারা ট্রাম্পকে সুপারম্যান বানিয়েছে, আর বিদ্রুপটা এখানেই। ছবিটা দেখে মজা পাচ্ছি। সূত্র: বিবিসি
বিবার্তা/নিশি