ইরাকের মসুল শহরে কথিত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) কারারক্ষী ‘আবু ওমর’ নিহত হয়েছে। শনিবার ভোররাতে ইরাকি বাহিনীর বিমান হামলায় তিনি নিহত হন। আবু ওমর আইএস প্রধান আবু বকর আল-বাগদাদির ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। এক সূত্রের বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা ফার্স এ খবর জানায়।
স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, সামারা শহরের বাসিন্দা আবু ওমর ইরাকি সেনা হামলার সময় মসুল শহরে পালিয়ে যায়। পরবর্তীতে বিমান হামলায় আইএস জঙ্গিদের সঙ্গে তিনিও নিহত হয়।
এর আগে, গত সপ্তাহে আইএসের চার কমাণ্ডার আনবার প্রদেশের পশ্চিম অংশে ইরাকি নিরাপত্তা বাহিনীর হামলায় মারা যায়। নিহত কমাণ্ডাররা পশ্চিম আনবার প্রদেশে আইএসের উত্থানের শুরু থেকেই ছিল বলে ধারণা হচ্ছে।
এ বিষয়ে ইরাকি স্বেচ্ছাসেবী বাহিনী বা হাশ্দ আশ-শাবি’র কমাণ্ডার কাতরি আল-ওবায়দি জানান, ‘আনবার প্রদেশের আল-বাগদাদি এলাকায় সন্ত্রাসী গোষ্ঠীর সামরিক ঘাঁটিতে ইরাকি বাহিনীর বিমান হামলায় দুই সৌদি নাগরিকসহ চার শীর্ষ আইএস কমাণ্ডার নিহত হয়েছে।’
মসুল ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর এবং উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ নিনাওয়ার রাজধানী। ২০১৪ সালের জুনে আইএস শহরটি দখল করে ইরাকে তাদের রাজধানী ঘোষণা করে। সূত্র: স্পুটনিক ইন্টারন্যাশনাল
বিবার্তা/নিশি