যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার শার্লটে এক কৃষ্ণাঙ্গকে গুলিবর্ষণের ফুটেজ শনিবার প্রকাশ করেছে পুলিশ। একটি হ্যান্ডগান ও মারিজুয়ানার ছবিও প্রকাশ করা হয়েছে। পুলিশের দাবি, এগুলো নিহত যুবকের কাছে ছিল।
গত মঙ্গলবার এক শ্বেতাঙ্গ পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ যুবক কিথ ল্যামন্ট স্কট নিহত হয়। স্কট নিহত হওয়ার চারদিন পর তাকে গুলি করার ফুটেজ প্রকাশের দাবি জোরদার হয়। এ প্রেক্ষাপটে শনিবার ভিডিও প্রকাশ করা হয়।
ফুটেজে দেখা যায়, স্কট তার গাড়ি থেকে নেমে পিছনের দিকে হেঁটে যান এবং তার হাত নিচে নামানো ছিল। তার হাতে কিছু ছিল কিনা তা স্পষ্ট নয়। এ সময় চারটি গুলির আওয়াজ পাওয়া যায় এবং তাকে পড়ে যেতে দেখা যায়।
অপর আরেকটি ফুটেজে দেখা যায়, স্কট গাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছেন এবং তার হাত নিচে নামানো রয়েছে। তবে এ ফুটেজে গুলিবর্ষণের মুহূর্ত দেখানো হয়নি।
স্কটের পারিবারিক আইনজীবী জাস্টিক বামবার্গ বলেন, সর্বশেষ ফুটেজ ঘটনা সম্পর্কে আরো প্রশ্ন তৈরি করেছে। তিনি বলেন, ফুটেজে স্কটের হাতে অস্ত্র দেখা যায়নি।
এর আগে শুক্রবার স্কটের স্ত্রীর তোলা একটি ভিডিও ফুটেজ প্রকাশিত হয়েছিল। স্কটের পরিবার জানায়, তার কাছে বন্দুক নয়, বই ছিল। কিন্তু শার্লট পুলিশ প্রধান কার পুটনি বলেন, স্কটের হাতে অবশ্যই হ্যান্ডগান ছিল।
বিবার্তা/নিশি