মাতাল সৈনিকের গুলি, নিহত ১৩

মাতাল সৈনিকের গুলি, নিহত ১৩
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ০১:৩৩:০৯
মাতাল সৈনিকের গুলি, নিহত ১৩
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+
আফ্রিকার দেশ কঙ্গোতে মাতাল এক সৈনিকের ছোড়া গুলির ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
 
স্থানীয় সময় শনিবার দেশটির পূর্বাঞ্চলে সহিংসতাপূর্ণ একটি শহরে এ ঘটনা ঘটে বলে রবিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়।
 
স্থানীয় বেনি শহরের মেয়র জিন এন্ডমন্ড নায়নি জানান, সিভিল পোশক পরা মদ্যপায়ী এক সৈনিক জনসম্মুখে তার বন্দুক থেকে একে-একে চারটি গুলি ছোড়েন। এতে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে এলোপাতাড়ি ছুটতে থাকেন। জীবন বাঁচাতে আটজন পাশের এক নদীতে ঝাঁপিয়ে পড়েন। পরে সেখানেই তাদের মৃত্যু হয়। এছাড়া চারজন দুর্ঘটনার শিকার এবং একজন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
 
দেশটির বেনি শহরে বিভিন্ন ইস্যুতে সহিংসতা ও অস্থির পরিবেশ চলে আসছে। ২০১৪ সালের অক্টোবর থেকে দেশটিতে বিভিন্ন সহিংসতার ঘটনায় সাতশ’র বেশি মানুষ নিহত হয়েছেন। এসব ঘটনার জন্য ডেমোক্র্যাটিক ফোর্সেস ও উগান্ডাভিত্তিক একটি সশস্ত্র ধর্মীয় গ্রুপকে দায়ী করা হয়।
 
বিবার্তা/ইফতি
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com