ব্রেক্সিটের ফলে ব্রিটেনের ‘ফাইন্যান্স জব’ সেক্টরে অনেকটাই ধস নেমে এসেছে বলে বিবিসির এক রিপোর্টে জানানো হয়েছে। ইনস্টিটিউট অব পাবলিক পলিসি রিসার্চের জরিপে এমন তথ্য প্রকাশ করে বলা হয়েছে, গণভোটের প্রভাবে জুলাই এবং আগস্ট মাসে ইংল্যান্ডে ফাইন্যান্সিয়াল মার্কেটের জব অনেক নিচে নেমে গেছে। গবেষণায় দেখা গেছে এডমিনিস্ট্রেটিভ, ম্যানেজার, চীফ এক্সিকিউটিভ পোস্টে এই সেক্টরের জব এডভার্ট ১৩.৬ পার্সেন্ট কমে গেছে।
আর রাজধানী শহরের বাইরে এর চাহিদা নর্থ ইস্টে ১২.৮%, নর্থ ওয়েস্টে ১১.৪%, ইয়র্কশায়ার এবং হামবারে ১১.২% চাহিদা হ্রাস পেয়েছে বলে রিসার্চের ফলাফলে উল্লেখ করা হয়। মর্গান ম্যাককেনলি বলেছে, ফাইন্যান্সিয়াল সেক্টরে চাকরি চাহিদা জুলাই মাসে ১২%, আগস্ট মাসে ৪% কমে গেছে।
বিবার্তা/জিয়া