হিলারিকে ধরে ফেলেছেন ট্রাম্প

হিলারিকে ধরে ফেলেছেন ট্রাম্প
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ১১:৪৩:১৮
হিলারিকে ধরে ফেলেছেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জনপ্রিয়তার দৌঁড়ে ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটনকে ধরে ফেলেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। রবিবার দুই প্রার্থীর মধ্যে প্রথম মুখোমুখি বিতর্কের আগে প্রকাশিত এক জনমত জরিপে দেখা যায়,মার্কিন এ ধনকুবের ও হিলারির জনপ্রিয়তা এ মুহূর্তে সমান সমান।

জরিপটি পরিচালনা করে ওয়াশিংটন পোস্ট ও এবিসি নিউজ। সেখানে  দেখা যায়, গত মাসে হিলারি যে সামান্য ব্যবধানে ট্রাম্পের চেয়ে এগিয়েছিলেন তা এখন নেই। বর্তমানে নিবন্ধিত ভোটারদের মাঝে দুজনেরই জনপ্রিয়তা ৪১ শতাংশ।

এছাড়া লিবারেল পার্টির প্রার্থী গেরি জনসনের জনপ্রিয়তা সাত শতাংশ এবং গ্রিন পার্টির প্রার্থী জিল স্টেইনের জনপ্রিয়তা দুই শতাংশ। তবে অন্যান্য জরিপে হিলারিকে সামান্য এগিয়ে রাখা হয়েছে।

জরিপে দেখা যায়, ৫৪ শতাংশ পুরুষ ট্রাম্পকে এবং ৪৬ শতাংশ নারী হিলারিকে সমর্থন করছে। শেতাঙ্গ ভোটারদের ৫৩ শতাংশ ট্রাম্পকে এবং ৩৭ শতাংশ হিলারিকে সর্মন দিচ্ছে। অন্যদিকে, অশেতাঙ্গ ভোটারদের ৬৯ শতাংশ হিলারিকে এবং ১৯ শতাংশ ট্রাম্পকে সমর্থন করছে।

বিবার্তা/নিশি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com