জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া দ্বীপে একটি মাঝারি আকারের ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। দেশটির আবহাওয়া অধিদফতর এ তথ্য জানায়।
তাৎক্ষণিকভাবে এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া কোনো সুনামি সতর্কতা জারি হয়নি।
সম্প্রতি আরো কয়েকটি কম্পনে কেঁপে উঠেছিল জাপান। এর আগে মঙ্গলবার ৬ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠে জাপানের হংসু প্রদেশের দক্ষিণ-পূর্বাংশ। অবশ্য এতে তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এছাড়া শুক্রবার ৬ দশমিক ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প হানে দেশটির পূর্বাঞ্চলে।
ভূমিকম্পপ্রবণ দেশগুলোর মধ্যে জাপান অন্যতম। প্রায়ই ভূমিকম্পের আঘাতে কেঁপে উঠে দেশটি। পরিসংখ্যানানুযায়ী এর মধ্যে ২০ শতাংশেরই মাত্রা রিখটার স্কেলে ৬ কিংবা তারও বেশি। সূত্র: রয়টার্স
বিবার্তা/নিশি